তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান বুধবার দুপুরে এই রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিতিতে ছিলেন।

সাজা পাওয়া আসামিরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ফোরকান উদ্দিন (২১), একই জেলার উত্তর নয়াপাড়া গ্রামের মো. হারুন (২১) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহাজাহান (২৫)।

সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন প্রথম আলোকে বলেন, ওই তিন মাদক ব্যবসায়ীকে ৬৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। এই মামলায় আটজনের সাক্ষ্য নিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ এপ্রিল সদর উপজেলার ফতুল্লার শান্তিধারা হকার্স মার্কেটের সামনে ভোর পাঁচটার দিকে ওই তিনজনকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছে থেকে ৬৬ হাজার ৮০০ ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করে।