পুরান ঢাকায় ভবনের ছাদ ধস, একজনের লাশ শনাক্ত

পুরান ঢাকার পাটুয়াটুলী মোড়ে একটি পরিত্যক্ত একতলা ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় একজনের লাশ শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা ডিভিশন ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ‘আমরা একজনের লাশ শনাক্ত করতে পেরেছি। নিহতের নাম জাহিদুল ব্যাপারী (৬০)। তবে ধ্বংসস্তূপ সরিয়ে লাশ উদ্ধার করতে আরও সময় লাগবে। সারা রাত উদ্ধার কাজ চলবে।’ নিহত জাহিদুল ব্যাপারীর ছেলে নিখোঁজ আছে বলেও জানান দেবাশীষ বর্ধন।

এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত মোহাম্মদ রাসেল জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে পরিত্যক্ত ভবনটির ছাদের একাংশ ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ভেতরে তল্লাশি চালিয়ে তাৎক্ষণিকভাবে ধ্বংসাবশেষের নিচে কাউকে পাননি তাঁরা।