কুষ্টিয়ায় শ্লীলতাহানির চেষ্টার দায়ে শিক্ষকের কারাদণ্ড

কুষ্টিয়ায় এক শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে মাসুদ রুমী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম চৌধুরীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম চৌধুরী ওরফে সজল চৌধুরীর (৪৫) বাড়ি কুষ্টিয়া শহরের মিলপাড়া আহম্মেদ লেন এলাকায়।

মামলার এজাহার সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ মার্চ এক শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা করেন সেলিম চৌধুরী। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ২০১৪ সালের ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া আদালতের কৌঁসুলি (নারী ও শিশু) আকরাম হোসেন দুলাল রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।