হাকিমপুরে মাদকবিরোধী এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা

হাকিমপুর উপজেলাকে মাদকমুক্ত করতে কমিউনিটি পুলিশিং ও মাদক নির্মূল কমিটির আয়োজনে এক কিলোমিটার লম্বা শোভাযাত্রা করা হয়। হাকিমপুর, দিনাজপুর, ১৮ জুলাই। ছবি: এ এস এম আলমগীর
হাকিমপুর উপজেলাকে মাদকমুক্ত করতে কমিউনিটি পুলিশিং ও মাদক নির্মূল কমিটির আয়োজনে এক কিলোমিটার লম্বা শোভাযাত্রা করা হয়। হাকিমপুর, দিনাজপুর, ১৮ জুলাই। ছবি: এ এস এম আলমগীর

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলাকে মাদকমুক্ত করতে হাকিমপুর থানার সহযোগিতায় থানা পুলিশিং কমিটি ও মাদক নির্মূল কমিটির আয়োজনে এক কিলোমিটারের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকের নেতৃত্বে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার শত শত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে।

সাংসদ শিবলী সাদিক বলেন, সীমান্তবর্তী হওয়ায় এই উপজেলায় একসময় মাদকের ব্যাপক কেনাবেচা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দলমত–নির্বিশেষে পুলিশের সহযোগিতায় হাকিমপুরকে প্রায় মাদকমুক্ত হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ বছরের জানুয়ারি মাস থেকে হাকিমপুরকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৩০টি পাড়া–মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। গত জানুয়ারি মাস থেকে ১৪২টি মাদকের মামলায় ২৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। হাকিমপুরকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।