নারী শিশুসহ আটক ১৩ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকা থেকে আটক নারী-শিশুসহ ১৩ রোহিঙ্গাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে তাদের ক্যাম্পে পাঠানো হয়।

ক্যাম্পে ফেরত পাঠানো রোহিঙ্গারা হলেন হাবিবুল্লাহ (৩৮), তাঁর স্ত্রী রাজুমা (২৭), ছেলে মো. সোহেল (৯), আশ্রাফ (৭), ছমির (৪), হাবিবুল্লাহর মেয়ে তাসলিমা (২), ছমিয়া (১), ইমাম হোসেন (৭৭), তাঁর স্ত্রী আছিয়া খাতুন (৫৬), মেয়ে মনোয়ারা (২২), রাজুমা (২০), ইমাম হোসেনের ভাই সৈয়দ আলম (২৫) ও হামিদ হোসেন (২৫) নামে এক যুবক।

পুলিশ জানায়, বুধবার রাতে শশীদল পাঁচ পীরের মাজার এলাকা থেকে নারী-শিশুসহ ১৩ জন রোহিঙ্গা ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের কথাবার্তায় সন্দেহ করেন। পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের আটক করে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, ‘এসব রোহিঙ্গা কক্সবাজার শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসেছিল। তাদের আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।’