উখিয়ায় ইটবোঝাই ট্রাক উল্টে রোহিঙ্গা মা-ছেলের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শিবিরের ফাইভ-ডি ব্লকে আজ শুক্রবার সকালে ইটভর্তি একটি ট্রাক উল্টে দুই রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে।

নিহত দুজন হলেন সাজেদা বেগম (৩২) ও তাঁর দুই বছরের শিশুসন্তান মো. কাউসার। সাজেদা ওই শিবিরের রোহিঙ্গা শরণার্থী মো. আনোয়ারের স্ত্রী। তাঁদের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের বলীবাজার এলাকায়।

পুলিশ জানায়, এই ঘটনায় সাজেদার কিশোরী মেয়ে রাজমিন বেগম (১৭) গুরুতর আহত হয়েছে। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বলেন, সকাল সাড়ে আটটার দিকে একটি এনজিওর ইট নিয়ে ট্রাকটি শিবিরের ফাইভ-ডি ব্লক এলাকায় আসছিল। হঠাৎ ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী রোহিঙ্গা বসতিতে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রোহিঙ্গা মা ও ছেলের মৃত্যু হয়।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর বলেন, ইটবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে বেপরোয়াভাবে চলছিল। সম্ভবত এ কারণেই চালক নিয়ন্ত্রণ হারান। আর ট্রাকটি উল্টে রোহিঙ্গা বসতিতে পড়ে। ঘটনাস্থলেই সাজেদা ও কাউসারের মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক মো. রাসেলকে (৩১) আটক করা হয়েছে।