বন্যার পানি সরাতে এলেঙ্গা-ভূঞাপুর সড়ক কাটায় যোগাযোগ বিচ্ছিন্ন

বন্যার পানি সরাতে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের দুটি জায়গা কেটে দেন স্থানীয়রা। এতে ওই দুই এলাকার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা, ২০ জুলাই। ছবি: প্রথম আলো
বন্যার পানি সরাতে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের দুটি জায়গা কেটে দেন স্থানীয়রা। এতে ওই দুই এলাকার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কালিহাতী, টাঙ্গাইল, ঢাকা, ২০ জুলাই। ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ১০টি গ্রামে বন্যার পানি ঢুকেছে। জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে ওই এলাকার মানুষ এলেঙ্গা-ভূঞাপুর সড়কের দুটি জায়গা কেটে দিয়েছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলেঙ্গা-ভূঞাপুর সড়কের ওপর দুটি সেতু নির্মিত হচ্ছে। নির্মাণাধীন ওই সেতুর বিকল্প পথ (ডাইভারশন সড়ক) কেটে দিয়েছেন এলাকাবাসী। সড়কের ফুলতলা ও শ্যামপুর ডাইভারশন আজ শনিবার দুপুরে কেটে অবরোধ করে রাখা হয়।

এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান বিকল্প সড়ক (ডাইভারশন) নির্মাণ করলেও এ সড়কের নিচ দিয়ে পানি পার হওয়ার জায়গা রাখেনি। এতে সড়কের পশ্চিম পাশের পানি পূর্ব দিকে যেতে পারছিল না। ফলে পশ্চিম পাশের অন্তত ১০টি গ্রামের রাস্তাঘাটে পানি ওঠে। তাই তারা নির্মাণাধীন সেতু দুটির ডাইভারশন কেটে দিয়েছেন। তবে এতে আবার টাঙ্গাইলের সঙ্গে ভূঞাপুরের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, কালিহাতী উপজেলার ফুলতলা, রৌহা, ভাঙ্গাবাড়ি, চর ভাবলা, হাকিমপুর, ভাবলা, মিরপুর, শেরপুর, দেওলাবাড়ি ও রাজাবাড়ির একাংশ এলাকায় বন্যার পানি প্রবেশ করে। এতে রাস্তাঘাট তলিয়ে গেছে। আবার ওই ডাইভারশন রাস্তায় পানি পার হওয়ার ব্যবস্থা না থাকায় এলাকায় দীর্ঘমেয়াদি জলাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ জন্য রাস্তা কেটে দিয়েছে।

খবর পেয়ে দুপুরে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, স্থানীয়রা অন্যায়ভাবে ডাইভারশন কেটে দিয়েছেন। এটি মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। পানি যাওয়ার ব্যবস্থা রেখে দ্রুত ডাইভারশনটি চালু করার কথা বলা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী সোহেল মাহমুদ বলেন, শ্যামপুর ডাইভারশনের ক্ষতিগ্রস্ত অংশে বেইলি সেতু স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এটি শেষ করতে কয়েক দিন সময় লাগবে।

টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বলেন, ডাইভারশন কেটে দেওয়ায় টাঙ্গাইল থেকে ওই সড়ক দিয়ে বাস ভূঞাপুর যেতে পারছে না। পালিমা অথবা গোবিন্দাসী হয়ে বিকল্প পথে বাস চলছে।