দেশের দূতদের অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপের আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যর রাজধানী লন্ডনে প্রথমবারের মতো আয়োজন করা হয় বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলন। সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ জুলাই, লন্ডন, যুক্তরাজ্য। ছবি: বাসস
যুক্তরাজ্যর রাজধানী লন্ডনে প্রথমবারের মতো আয়োজন করা হয় বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলন। সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ জুলাই, লন্ডন, যুক্তরাজ্য। ছবি: বাসস

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী লন্ডনে এই প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দিয়ে এ আহ্বান জানান। গতকাল শনিবার বিকেলে (লন্ডন সময়) স্থানীয় একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, আমাদের চলমান উন্নয়ন কর্মসূচি যাতে অব্যাহত থাকে, সে জন্য রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।

ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেন। সম্মেলনের শিরোনাম হচ্ছে, ‘দূত (ইউরোপ) সম্মেলন’।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্মেলনে বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশি দূতদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।