তুরাগ নদে পড়া ট্যাক্সিক্যাবের হদিস মেলেনি

সাভারে আমিনবাজারের সালেহপুর এলাকায় সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাবের কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল রোববার রাতে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। আজ সোমবার সকালেও অভিযান চলছে। তবে ট্যাক্সিক্যাবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাভার জোনের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক আবুল হোসেন আজ সকাল সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, প্রত্যক্ষদর্শী দুজনের তথ্যের ভিত্তিতে তুরাগ নদ থেকে ট্যাক্সিক্যাবটি উদ্ধার অভিযান শুরু করা হয়। সকালেও ট্যাক্সিক্যাবটির কোনো হদিস পাওয়া যায়নি। এমনকি ট্যাক্সিক্যাব সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। এতে কতজন যাত্রী ছিল, তা জানা যায়নি। ট্যাক্সিক্যাবটিতে স্বজন ছিল—এমন দাবি করে কেউ খোঁজ নিতেও পুলিশের কাছে কেউ আসেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আমিনবাজার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে ঢাকাগামী একটি ট্যাক্সিক্যাব সালেহপুর সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে তুরাগ নদে পড়ে যায়। সামনে থাকা একটি বাসকে অতিক্রম করার চেষ্টার সময় ট্যাক্সিক্যাবটি সেতুতে ওঠার আগেই পানিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

দুর্ঘটনার পর গতকাল রাতে সাভার জোনের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক আবুল হোসেন জানিয়েছিলেন, সেতুতে প্রবেশের মুখে নিরাপত্তামূলক ছোট খুঁটি বেঁকে গেছে। এতে ট্যাক্সিক্যাবটি নদীতে পড়ে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।