তরুণদের অংশগ্রহণে 'তারুণ্যের জয়গান'

>রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল রোববার অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের জয়গান’। কোন পেশার ভবিষ্যৎ কেমন, ক্যারিয়ারের জন্য প্রস্তুতি ও পরামর্শ—এমন প্রসঙ্গ উঠে এল তরুণদের নিয়ে করা এই আয়োজনে। স্লোগান ছিল ‘আলোর পথে প্রীতির সঙ্গে’। ‘কিশোর আলো’ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজক। সহযোগী হিসেবে ছিল মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্প ও প্রথম আলোর সাময়িকী ‘স্বপ্ন নিয়ে’। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সহিংস উগ্রবাদ থেকে তরুণদের সচেতন করা ও দূরে রাখা। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫০ তরুণ-তরুণী ও কিশোর-কিশোরী এতে অংশ নেন। ছয়টি অধিবেশনে ক্যারিয়ার-সংক্রান্ত পরামর্শ, পেশাগত উন্নয়ন, শখকে পেশায় পরিণত করার নানা পরামর্শ পেয়েছেন অংশগ্রহণকারী লোকজন। প্রতিটি অধিবেশনে ছিল প্রশ্নোত্তর পর্ব।
বক্তব্য দেন ‘টেন মিনিট’ স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
বক্তব্য দেন ‘টেন মিনিট’ স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
অনুষ্ঠানে জাদু দেখানো হয়েছে।
অনুষ্ঠানে জাদু দেখানো হয়েছে।
গান পরিবেশন করে ব্যান্ড দল ‘জলের গান’।
গান পরিবেশন করে ব্যান্ড দল ‘জলের গান’।
অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণদের একাংশ।
অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণদের একাংশ।
তরুণদের উদ্দেশে কথা বলেন ‘প্রথম আলো’র ফিচার সম্পাদক সুমনা শারমীন।
তরুণদের উদ্দেশে কথা বলেন ‘প্রথম আলো’র ফিচার সম্পাদক সুমনা শারমীন।
অংশগ্রহণকারী লোকজনের উদ্দেশে কথা বলেন ‘কিশোর আলো’র সম্পাদক ও জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক।
অংশগ্রহণকারী লোকজনের উদ্দেশে কথা বলেন ‘কিশোর আলো’র সম্পাদক ও জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক।
তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ।
তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ।
অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণদের একাংশ।
অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণদের একাংশ।