চন্দ্র বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজ্ঞান বক্তৃতা

চন্দ্র বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়েছে।
চন্দ্র বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়েছে।

চন্দ্র বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করেছে মাসিক বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা ও কৃষি প্রযুক্তি ও পণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেটাল।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় বিজ্ঞান বক্তৃতাটি অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।

চন্দ্রবিজয় এবং বহির্জাগতিক মানব বসতি স্থাপনের সম্ভাবনা, এর পেছনের বিজ্ঞান ও প্রযুক্তি, প্রস্তুতি, অগ্রগতি নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করবেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকগণ। আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল ও ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমান।

বিজ্ঞান বক্তৃতা ছাড়াও এ আয়োজনে থাকছে সবার জন্য একটি কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

বিজ্ঞান বক্তৃতাটি সবার জন্য উন্মুক্ত।

উল্লেখ, ঠিক ৫০ বছর আগে চাঁদের বুকে প্রথম পদচিহ্ন এঁকেছিল মানুষ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসার অ্যাপোলো ১১ মিশনের নভোচারী নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্স চাঁদের বুকে উড়িয়েছিলেন মানবসভ্যতার মশাল।