সোনাগাজীতে নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর, স্বামী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে নেশার টাকা না পেয়ে স্ত্রী-সন্তানকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মাখন দাস (৪৮) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, উপজেলার বিষ্ণুপুর এলাকার শ্রীদাম দাসের ছেলে মাখন দাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের জন্য স্ত্রীর থেকে প্রায়ই টাকা নিতেন তিনি। টাকা না পেলে পরিবারের সবাইকে মারধর করতেন। গতকাল রাতে স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান। গভীর রাতে নেশা করে বাড়ি ফিরে লাঠি ও দা দিয়ে বাড়িঘর ভাঙচুর করেন ও দরজা জানালা কেটে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী ও সন্তানদের মারধর করে ঘর থেকে বের করে দেন। এরপর রাতেই তাঁরা থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে মাখনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাখন দাসের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে মাখন দাসকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।