দলীয়ভাবে গুজবকারীদের প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, যারা গুজবের মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে এবং আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের দলীয়ভাবে প্রতিরোধ করতে সারা দেশের দলের নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে সারা দেশের সাম্প্রতিক সময়ে গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনার বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা পদ্মা সেতু চায় না, তারাই ‘পদ্মা সেতুর জন্য মাথা লাগবে’ বলে গুজব ছড়িয়েছিল। এ গুজবের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ গুজবের জন্য এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের রাজনৈতিক পরিচয় জানা গেছে। তিনি গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, এখন পর্যন্ত ছেলেধরার একটি ঘটনাও সত্য নয়। যারা এ গুজব ছড়িয়ে গণপিটুনিতে মানুষ মারছে, এগুলো সব হত্যাকাণ্ড। এগুলো যারা করছে, সবাই হত্যা মামলার আসামি। এভাবে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না।