গাছ-ফলের সমাহার

>সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় সহযোগিতা করছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। মেলায় স্টল রয়েছে ৫৫টি। স্টলে শোভা পাচ্ছে বনজ, ফলদসহ নানা জাতের গাছের চারা। মেলার স্টলে স্টলে রয়েছে দৃষ্টিনন্দন টবসহ গাছ। দর্শনার্থীরা মেলায় এসে আনন্দ নিয়ে গাছের চারা কিনছেন।
মেলার স্টলে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের টবসহ গাছ
মেলার স্টলে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের টবসহ গাছ
হরেক রকমের ফল প্রদর্শন করা হচ্ছে মেলায়
হরেক রকমের ফল প্রদর্শন করা হচ্ছে মেলায়
ডুমুরগাছে ধরেছে ডুমুর। গাছটি বিক্রির জন্য রাখা হয়েছে
ডুমুরগাছে ধরেছে ডুমুর। গাছটি বিক্রির জন্য রাখা হয়েছে
গাছে শোভা পাচ্ছে দেশি কমলা
গাছে শোভা পাচ্ছে দেশি কমলা
বিক্রির জন্য রাখা টবসহ পাতাবাহার
বিক্রির জন্য রাখা টবসহ পাতাবাহার
গাছে ধরেছে চাইনিজ কমলা
গাছে ধরেছে চাইনিজ কমলা
সাজিয়ে রাখা হয়েছে ক্যাকটাস
সাজিয়ে রাখা হয়েছে ক্যাকটাস
স্টলে বনজ, ফলদসহ নানা জাতের গাছে চারা
স্টলে বনজ, ফলদসহ নানা জাতের গাছে চারা