পানিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের নম্বর পরিবর্তন

সারা দেশের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ে (সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৫ম তলায়) স্থাপিত নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি এ সেবাকে বিস্তৃত করতে নিয়ন্ত্রণকক্ষের পরিধি বাড়িয়ে নতুন একটি মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে।

এখন থেকে ০২৯৫৭০০২৮ টেলিফোন নম্বরের পরিবর্তে ০২৯৫৪০৭০১ টেলিফোন ও ০১৩১৮২৩৪৫৬০ মোবাইল নম্বরে বন্যাসংক্রান্ত তথ্য প্রদানের জন্য জনগণকে ফোন করার অনুরোধ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যার পূর্বাভাস জানাসংক্রান্ত আগেকার ঘোষণা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বন্যার পূর্বাভাসসংক্রান্ত তথ্য জানতে মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ডের ‘বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র’–এর টোল ফ্রি ১০৯০ নম্বরে ফোন করার পর ৫ প্রেস করতে হবে।