বন্যায় মাছ শিকার, সঙ্গে দুর্ভোগও

>বাঙ্গালী নদীর বানের পানি সোনাতলা থেকে গাবতলী উপজেলায় ঢুকছে। আশপাশের পুকুর ডুবে বেরিয়ে পড়েছে মাছ । সে মাছ জালে ধরাও পড়ছে বেশ। গ্রামের শৌখিন মৎস্য শিকারিরা দল বেঁধে জাল ফেলে মাছ শিকারের আনন্দে মেতে উঠেছেন। তবে পানির তোড়ে ভেঙে যাচ্ছে পাকা সড়ক আর ঘরবাড়ি। সে কষ্টও আছে তাদের। পাঁচ দিন ধরে বগুড়ার সোনাতলা-জুমারবাড়ি-গাইবান্ধা সড়ক যোগাযোগবিচ্ছিন্ন। সোনাতলা উপজেলার শাহবাজপুর এলাকায় প্রায় ৫০ মিটার পাকা সড়ক ভেঙে প্রবল বেগে স্রোত বইছে। যানচলাচল বন্ধ। স্রোতের মধ্যে ঝুঁকি নিয়ে পথচারীরা পারাপার হচ্ছেন
মাছ ধরার উৎসব চলছে
মাছ ধরার উৎসব চলছে
বানের পানিতে মাছ ধরতে ব্যস্ত শৌখিন মৎস্য শিকারিরা
বানের পানিতে মাছ ধরতে ব্যস্ত শৌখিন মৎস্য শিকারিরা
বড় মাছ পেয়েছেন এই ব্যক্তি
বড় মাছ পেয়েছেন এই ব্যক্তি
পাঁচ দিন ধরে যোগাযোগবিচ্ছিন্ন বগুড়ার সোনাতলা-গাইবান্ধা সড়কে
পাঁচ দিন ধরে যোগাযোগবিচ্ছিন্ন বগুড়ার সোনাতলা-গাইবান্ধা সড়কে
ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বানবাসী মানুষদের
ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বানবাসী মানুষদের
বানের পানিতে পণ্য পরিবহনে যন্ত্রণা
বানের পানিতে পণ্য পরিবহনে যন্ত্রণা
বানের পানিতে ভাঙা রাস্তায় চলাচল
বানের পানিতে ভাঙা রাস্তায় চলাচল