এ কী হাল গাড়ির!

>

পাবনার ঈশ্বরদী উপজেলার মডেল থানা পুরোনো জরাজীর্ণ ভবন ছেড়ে এখন নতুন ভবনে। নতুন ভবনে আবাসিক কক্ষসহ বিভিন্ন রকম সুবিধা যুক্ত হয়েছে। আগের মতোই বেহাল দশা গাড়ি রাখার স্থানগুলোয়। বাগানে বা খোলা আকাশের নিচে রাখা হয় অবৈধ ও মামলা জটিলতায় আটকানো গাড়িগুলো। অনেক দিন খোলা আকাশের নিচে থেকে অকেজো হয় এসব গাড়ি। খোয়া যায় যন্ত্রাংশ। একসময় নিলামের মাধ্যমে নামমাত্র দামে বিক্রি হয় এসব গাড়ি। এখানে সেই বেহাল দশার কিছু চিত্র।

খোলা আকাশের নিচে মোটরসাইকেল
খোলা আকাশের নিচে মোটরসাইকেল
আগাছায় পূর্ণ মোটরসাইকেল
আগাছায় পূর্ণ মোটরসাইকেল
অযত্নে পড়ে আছে মোটরসাইকেলগুলো
অযত্নে পড়ে আছে মোটরসাইকেলগুলো
মূল্যবান মোটরসাইকেল পড়ে আছে
মূল্যবান মোটরসাইকেল পড়ে আছে
খোয়া যায় মূল্যবান অনেক যন্ত্রাংশ
খোয়া যায় মূল্যবান অনেক যন্ত্রাংশ
মূল্যবান গাড়িগুলো নষ্ট হচ্ছে
মূল্যবান গাড়িগুলো নষ্ট হচ্ছে
এ যেন ট্রাক নয়, ট্রাকের কঙ্কাল
এ যেন ট্রাক নয়, ট্রাকের কঙ্কাল