ডেঙ্গুর সংখ্যা নিয়ে 'ছেলেধরার মতো গুজব' হচ্ছে: মেয়র খোকন

মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ফাইল ছবি
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ফাইল ছবি

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘ছেলেধরার মতো গুজব’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, কোনো কোনো সংবাদমাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের যে সংখ্যা বলা, হচ্ছে তা কাল্পনিক।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘মশকনিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়রের সাঈদ খোকন এ কথা বলেন।

মেয়র খোকন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যকেই সঠিক বলে মনে করেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় নয় হাজার।

মেয়র খোকন বলেন, মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। ছেলেধরার গুজবের মতোই সাড়ে তিন লাখ ডেঙ্গুতে আক্রান্ত একই সূত্রে গাঁথা। জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে। ডেঙ্গু রোগীদের পাশে থেকে কঠিন জবাব দেওয়ার জন্য সরকার প্রতিজ্ঞ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আশপাশের দেশের তুলনায় কম। তিনি বলেন, মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বলা হচ্ছে, ওষুধে মশা মরছে না। মন্ত্রী জানান, মশার ওষুধ তাঁরা পরীক্ষা করতে দিয়েছিলেন। পরীক্ষার পর দেখা গেছে ওষুধে কোনো সমস্যা নেই।