শ্রীমঙ্গলে বিনা মূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

বিনা মূল্যে শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে দিল উদ্দীপ্ত তারুণ্য নামের তরুণদের একটি সংগঠন। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৫ জুলাই। ছবি: শিমুল তরফদার
বিনা মূল্যে শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে দিল উদ্দীপ্ত তারুণ্য নামের তরুণদের একটি সংগঠন। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৫ জুলাই। ছবি: শিমুল তরফদার

‘রক্তের গ্রুপ জানব, রক্ত দান করব’ স্লোগান সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজে তরুণদের সংগঠন উদ্দীপ্ত তারুণ্য এ কর্মসূচির আয়োজন করে।

বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই উদ্যোগে সহায়তা করে যুব রেড ক্রিসেন্ট দল শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ও হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার।

বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও যুব রেড ক্রিসেন্ট দলের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী রক্ত পরীক্ষা করে গ্রুপ জেনে নিয়েছে।

রক্তের গ্রুপ জানতে আসা কলেজ শিক্ষার্থী মিনা দেবনাথ বলেন, সহপাঠীদের সঙ্গে এসে রক্তের গ্রুপ পরীক্ষা করলাম। প্রথমে ভয় পেয়েছিলাম। এখন থেকে প্রয়োজন পড়লে মানুষকে রক্ত দেব।

উদ্দীপ্ত তারুণ্যের মুখপাত্র সানজিতা শারমিন বলেন, ‘রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি। আমরা প্রয়োজনে যেভাবে অন্যের কাছ থেকে রক্ত নেব, সেভাবে অন্যের প্রয়োজনেও রক্ত দেওয়ার ব্যবস্থা করব। শ্রীমঙ্গলের সব কলেজেই আমরা ধীরে ধীরে এ রকম কাজ করব।’