ছাত্রী ধর্ষণ: শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে

ফেনীর দাগনভূঞা শিশু ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলার অভিযোগপত্রের ওপর শুনানি শেষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।

ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে বৃহস্পতিবার অভিযোগপত্রের ওপর শুনানি হয়। আদালত আগামী ৩০ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন।

বাদী পক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, ফেনীর দাগনভূঞা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল করিম খান বাহাদুর (৬০) একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে ৫ এপ্রিল দাগনভূঞা থানায় একটি মামলা করেন। পুলিশ প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছেন। প্রধান শিক্ষক আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের ঘটনা স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

ওই শিশুর শারীরিক পরীক্ষা ও আদালতে জবানবন্দি নেওয়া হয়। ১২ জুন মামলার তদন্ত কর্মকর্তা ফেনীর আমলি আদালতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি আমলি আদালত থেকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বিচারের জন্য পাঠানো হয়।