গরু মোটাতাজার বড়ি ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত ট্যাবলেটের ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া উপযুক্ত তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলে ও মৎস্যচাষিদের আপৎকালীন প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে মুজিব বর্ষ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার নেওয়া পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয় জানায়, মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথের সভাপতিত্বে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম ও নাজমা আকতার বৈঠকে অংশ নেন।