উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় নবম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। আহত স্কুলছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত বখাটের নাম জহিরুল ইসলাম। ঘটনার পর থেকে সে পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে জহিরুল তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। একপর্যায়ে মেয়েটি প্রতিবাদ করলে জহিরুল তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকেরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিলে তাকে সেখানে ভর্তি করা হয়।

ঘটনা জানাজানি হলে ওই ছাত্রীর সহপাঠীরা গৌরীপুর-শাহগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। পুলিশ অভিযুক্ত জহিরুলকে গ্রেপ্তারের চেষ্টা করছে।