খেলনার দুনিয়া টয়কন

>খেলনায় আকর্ষণ আছে ছোটদের। বাদ যান না বড়রাও। বিষয়টি মাথায় রেখে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজন করা হয়েছে টয়কন বা টয় কনভেনশন। তৃতীয়বারের মতো আজ শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী এই খেলনা প্রদর্শনী। চলবে কাল শনিবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। এতে মোট ২৫টি স্টল রয়েছে। একই ছাদের নিচে প্রদর্শিত ও বিক্রি হচ্ছে নানা অ্যাকশন ফিগার, লেগো, গাড়ি, পোস্টারসহ বিভিন্ন কার্টুন ও কমিক চরিত্রের ফিগার। ঘরে সাজিয়ে রাখার জন্যও রয়েছে নানা শোপিস। এ ছাড়া প্রদর্শনীতে দেখা মেলবে লেগো দিয়ে তৈরি জাতীয় সংসদ ভবনের মডেল। প্রদর্শনীতে প্রবেশমূল্য জনপ্রতি ১০০ টাকা।
প্রদর্শনীতে খেলনাপ্রেমীরা আসছেন এবং স্টলগুলো ঘুরে দেখছেন।
প্রদর্শনীতে খেলনাপ্রেমীরা আসছেন এবং স্টলগুলো ঘুরে দেখছেন।
ভিন্নরূপে স্পাইডারম্যান, হাল্ক ও থানোস।
ভিন্নরূপে স্পাইডারম্যান, হাল্ক ও থানোস।
বিভিন্ন জনপ্রিয় গাড়ির মডেল।
বিভিন্ন জনপ্রিয় গাড়ির মডেল।
দুই যোদ্ধার লড়াই।
দুই যোদ্ধার লড়াই।
ড্রাগন বলের কিছু অ্যাকশন ফিগার।
ড্রাগন বলের কিছু অ্যাকশন ফিগার।
ব্যাটম্যানের বিখ্যাত সেই গাড়ি।
ব্যাটম্যানের বিখ্যাত সেই গাড়ি।
অ্যাকশন ভঙ্গিতে আয়রনম্যান।
অ্যাকশন ভঙ্গিতে আয়রনম্যান।
বিভিন্ন অ্যাকশন ফিগারের ‘পপ’ ফিগার।
বিভিন্ন অ্যাকশন ফিগারের ‘পপ’ ফিগার।
মুখোমুখি থানোস ও ক্যাপ্টেন আমেরিকা।
মুখোমুখি থানোস ও ক্যাপ্টেন আমেরিকা।
প্রথম চন্দ্র-অভিযানে অংশ নেওয়া ‘অ্যাপোলো-১১’ নভোযানের মডেল।
প্রথম চন্দ্র-অভিযানে অংশ নেওয়া ‘অ্যাপোলো-১১’ নভোযানের মডেল।
ফেরারি গাড়ির মডেল।
ফেরারি গাড়ির মডেল।
লেগো দিয়ে তৈরি জাতীয় সংসদ ভবনের মডেল।
লেগো দিয়ে তৈরি জাতীয় সংসদ ভবনের মডেল।