হাটহাজারীতে ছেলেধরা গুজবে যুবককে গণপিটুনি

চট্টগ্রামের হাটহাজারীতে ছেলেধরা গুজব ছড়িয়ে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। তাঁর নাম মোহাম্মদ মুবিন (২০)। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পৌরসভার মাটিয়া মসজিদ রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

ওই যুবক হাটহাজারী পৌরসভার উত্তর মীরেরখীল গ্রামের আবদুল শুক্কুরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল রাতে মেডিকেল গেট রেললাইন দিয়ে কয়েকজন লোক মুবিনকে ছেলেধরা বলে তাড়া দেন। মাটিয়া মসজিদ এলাকায় লোকজন তাঁকে আটক করে পিটুনি দেন। পরে হাটহাজারী থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দীন আজ শনিবার প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে মোহাম্মদ মুবিন নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর আজ এ খবরের সত্যতা নিশ্চিত করেন। কী কারণে ওই যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।