মিরপুরে নিষিদ্ধ আনসার আল ইসলামের ৫ জন আটক

রাজধানীর মিরপুরের রূপনগর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় তাঁদের আটক করা হয় বলে আজ শনিবার পুলিশ জানায়।

পুলিশ সুপার মাহিদুজ্জামান বলেন, জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হন। এ সময় জাকারিয়া নামের একজন গুলিবিদ্ধ হন। বাসা থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তিকা উদ্ধার করা হয়েছে।

আনসার আল ইসলামের আটক হওয়া পাঁচ সদস্য হলেন আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া, আহম্মদ আলী, সালমা ও আসমা ফেরদৌস।

অ্যান্টিটেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, রূপনগরের ২৮ নম্বর সড়কের একটি বাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয়। তাঁরা এক দশকের বেশি সময় ধরে রূপনগরের এই বাড়িতে বসবাস করে আসছিলেন। আটক হওয়া সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

মো. মাহিদুজ্জামান আরও বলেন, পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাতটি গুলি করতে বাধ্য হয়।