সৈয়দপুরে পাখি সুরক্ষায় রিকশায় প্ল্যাকার্ড স্থাপন

পাখি ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে রিকশায় প্লাকার্ড স্থাপন করা হয়েছে। ছবি: প্রথম আলো
পাখি ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে রিকশায় প্লাকার্ড স্থাপন করা হয়েছে। ছবি: প্রথম আলো

পাখি ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীতে সৈয়দপুর শহরের শহীদ সরণি মোড়ে ৩০টি রিকশার পেছনে আজ শনিবার দুপুরে প্লাকার্ড লাগানো হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা এ কাজ করে।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (ভারপ্রাপ্ত) সোহেল রানা, কার্যকরী সদস্য সুলতান প্রমুখ।

২০১৩ সাল থেকে পাখি ও পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এ পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা। এই আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করছে তারা।