'এখন আমরা বর্ষায় ভাসি, খরায় পানি পাই না'

বিএনপির উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পারুলিয়া, হাতীবান্ধা, ২৭ জুলাই। ছবি: প্রথম আলো
বিএনপির উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পারুলিয়া, হাতীবান্ধা, ২৭ জুলাই। ছবি: প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিরোধী দলে থাকাকালে বর্তমান প্রধানমন্ত্রী বলতেন, “ক্ষমতায় গেলে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করব।” ১০ বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায়। এখন আমরা বর্ষায় ভাসি আর খরায় পানি পাই না।’

লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন স্পার বাঁধ-২ এলাকায় শনিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে ত্রাণ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে একসময় লংমার্চ করেছি। এখন আমরা দীর্ঘদিন ক্ষমতায় নেই, মানুষের বিপদের দিনে, আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ সহায়তা নিয়ে এসেছি। আর ওরা শুধু উন্নয়নের গল্প বলে যাচ্ছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘এই সরকার মানুষের সরকার না, এরা ক্ষমতা জবরদখল করে বসে আছে। এখন দেশের আইনশৃঙ্খলার অবস্থা মোটেই ভালো না। এখন চোর-ডাকাত ধরার দরকার নেই, খালি বিএনপি ধরো। এই সরকারের আমলে কৃষক তাঁর ধানের ন্যায্য দাম পান না, কিন্তু চালের দাম বাড়ে।’

এর আগে বিএনপির পক্ষ থেকে হাতীবান্ধা উপজেলার ত্রাণ বিতরণ করা হয়। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রকে যথেষ্ট ব্যবহার করেছে। এই দখলদার সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। তারা মিথ্যাভাবে জনগণকে প্রতারণা করতে গিয়ে ৩০ তারিখের ভোট ২৯ তারিখে করে নিয়েছে। তাই সময় থাকতে এখনই এই পার্লামেন্ট ভেঙে দিন।’

আদিতমারী ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব ও লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। আদিতমারী থেকে ত্রাণ বিতরণ শেষে কেন্দ্রীয় নেতারা কুড়িগ্রাম যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।