ওষুধের সঙ্গে মাংস সংরক্ষণ, ব্যবসায়ীর জরিমানা

রংপুর
রংপুর

রংপুরের বদরগঞ্জে ফার্মেসির ফ্রিজে ওষুধের সঙ্গে খাসির মাংস সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে পৌর শহরে পরিচালিত ওই অভিযানে অপর এক ব্যবসায়ীকে অননুমোদিতভাবে পেট্রোলিয়াম জাতীয় দাহ্য পদার্থ বিক্রির দায়ে সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীরুল ইসলাম ওই অভিযান চালান। অর্থদণ্ড পাওয়া ব্যবসায়ীরা হলেন, পৌর শহরের ঘোষ ফার্মেসির স্বত্বাধিকারী সমর কুমার ঘোষ ও বদর বাবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাজেদুল হক।

ইউএনও মো. নবীরুল ইসলাম বলেন, ফার্মেসিতে ওষুধ সংরক্ষণের ফ্রিজে ওষুধ ও খাসির মাংস একসঙ্গে সংরক্ষণের দায়ে সমর কুমার ঘোষের ৫ হাজার টাকা ও অননুমোদিতভাবে পেট্রোলিয়াম জাতীয় দাহ্য পদার্থ বিক্রির দায়ে সাজেদুল হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।