আড়াইহাজারে ১২টি সোনার বারসহ আটক ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১২টি সোনার বারসহ এক সোনা চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বিষনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম চন্দন রায় (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর গুদমা এলাকার মৃত ধীরেন্দ্র রায়ের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে বিষনন্দী ফেরিঘাট দিয়ে ১২টি সোনার বার নিয়ে সিএনজি অটোরিকশায় করে ঢাকা যাচ্ছিলেন চন্দন। ফেরিঘাট এলাকায় চেকপোস্টের কাছে পৌঁছালে পুলিশ সিএনজি আটকে চন্দনের শরীর তল্লাশি করে। তল্লাশি চালানোর সময় বিশেষ কায়দায় টেপ প্যাঁচানো অবস্থায় ১২টি সোনার বার উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১১৯ ভরি ১৫ আনা। বারগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৩৭ হাজার টাকা।