খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে: তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ । ফাইল ছবি
হাছান মাহমুদ । ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলটি অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করেছে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ রোববার মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকতা ফেলোশিপের সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিএনপি প্রতিনিয়ত অপরাজনীতি করছে। প্রকৃতপক্ষে খালেদা জিয়ার সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সরকার সমস্ত কিছু করছে। দেশের সর্বোচ্চ মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার জিহ্বায় যখন কামড় লেগেছিল, তখন বিএনপি বলেছিল তাঁর জীবন শঙ্কার মুখে, তিনি কিছু খেতে পারছেন না। একটি ছোট্ট বিষয়কে তারা যেভাবে বলেছিল, সেটি অত্যন্ত হাস্যকর। এখন আবার খালেদা জিয়ার দাঁতের ব্যথা বা যে সামান্য সমস্যা দেখা দিয়েছে, এটি নিয়েও বলা হচ্ছে যে তাঁর স্বাস্থ্য খুব খারাপ। কয়েক দিন পরপর এগুলো বলে তারা আসলে নিজেদের হাস্যাস্পদ করে তুলছেন। অথচ খালেদা জিয়ার জন্য কারাগারে একজন সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স রয়েছেন। নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, এটি বিএনপির রাজনৈতিক দীনতা। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা অপরাজনীতি করছে, এটি ঠিক নয়।

অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের অনেক মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তবে এটি মহামারি আকারে হয়নি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সব ধরনের আয়োজন করেছে। ডেঙ্গু শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার অন্যান্য দেশেও হচ্ছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে।’