চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন তিনি

নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাঁ পা হারিয়েছেন জহুরা খাতুন (৪৫) নামে এক নারী। গতকাল শনিবার সন্ধ্যায় জারিয়া-ময়মনসিংহ রেললাইনের পূর্বধলা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জহুরা খাতুনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঝিনাইকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের মেয়ে।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী আবদুল মোমেন বলেন, শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৬ নম্বর ডাউন ট্রেনটি পূর্বধলা রেলস্টেশনে পৌঁছে। কিন্তু ট্রেনটি স্টেশনে ঢোকার আগেই ওই নারী নেমে পড়েন। এতে করে ট্রেনের নিচে তাঁর বাম পা পড়ে গেলে হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পা-টি। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পূর্বধলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান, জহুরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। আহত নারী এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।