আয়শার প্রতি উৎসাহী না হয়ে প্রকৃত আসামিদের বিরুদ্ধে পদক্ষেপ নিন

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকাকে নিয়ে উৎসাহী না হয়ে মামলার প্রকৃত আসামিদের দিকে পুলিশের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এক রিটের শুনানিতে গতকাল রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।

ওই ঘটনায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে গত ৩০ জুন রিটটি করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এরপর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করেন রিট আবেদনকারী। গতকাল রিটটি শুনানির জন্য ওঠে। আদালতে রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।  ইউনুছ আলী আকন্দ বলেন, ‘আদালত বলেছেন, রিট করলে আয়শা বা তাঁর বাবা-মা করবেন। আমার রিট করার অধিকার ও যৌক্তিকতা না থাকায় রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত।’