টাঙ্গাইলে গণপিটুনির শিকার অটো ভ্যানচালকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মিনু মিয়া (৩০)। পেশায় তিনি অটো ভ্যানচালক ছিলেন। তিনি ভূঞাপুর উপজেলার কেপিবাড়ি এলাকার কুরবান আলীর ছেলে।

স্থানীয় লোকজনের তথ্যমতে, ২১ জুলাই পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার সয়ারহাটে মাছ ধরার জাল কিনতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন মিনু মিয়া। পরে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিনু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরদিন মিনু মিয়ার ভাই রাজীব হোসেন বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা করেন। পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে।