ফেনীতে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

ফেনীতে অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফেনীর যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন আজ সোমবার বিকেলে এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম মো. হাসান (২৯)। তিনি সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় হাসান অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এনামুল করিম খোন্দকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৩ অক্টোবর সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে মো. হাসান ও মো. রিদন আটক হন। এ ঘটনায় সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। একই বছর ২৮ নভেম্বর মো. হাসান ও মো. রিদনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তবে রিদনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দিয়েছেন আদালত।