জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে এক সফরে গতকাল সোমবার রাতে ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। 

আলোচনায় রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে সর্বক্ষেত্রে সম্পর্ক জোরদার করার বিষয় গুরুত্ব পাবে।

গতকাল রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলি-সংক্রান্ত সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) মাহবুব উজ জামান। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মাত্র এক কর্মদিবসের এই সফর শেষে কাল বুধবার সকালে ঢাকা ত্যাগ করবেন জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

সরেজমিনে রোহিঙ্গাদের অবস্থা দেখতে জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো আজ মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে যাবেন।

জাপানি পররাষ্ট্রমন্ত্রী সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।