আ. লীগের সভা ঘিরে বাসাইলে ১৪৪ ধারা

টাঙ্গাইল
টাঙ্গাইল

আওয়ামী লীগের দুই পক্ষ একই সময়ে একই স্থানে সভা ডাকায় টাঙ্গাইলের বাসাইলে আজ বুধবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের পক্ষ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের পক্ষ আজ বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে। দুই পক্ষ একই সময়ে একই স্থানে সভা ডাকায় উত্তেজনা দেখা দেয়।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বলেন, সম্ভাব্য গোলযোগ এড়াতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ অফিস ও বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এ সময় ওই সব এলাকায় সভা, সমাবেশ, মিছিল, মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

১৪৪ ধারা জারি করায় কাজী অলিদ ইসলামের পক্ষ টিঅ্যান্ডটি সড়কে এবং মতিয়ার রহমানের পক্ষ পৌর মেয়রের নির্বাচনী কার্যালয়ে সভা করে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, গোল এড়াতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।