ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা নিয়ে গোঁজামিল করছে সরকার: ছাত্র ইউনিয়ন

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন। ছবি: প্রথম আলো
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন। ছবি: প্রথম আলো

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর পরিসংখ্যান নিয়ে সরকার গোঁজামিল শুরু করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন৷ ডেঙ্গুর প্রকোপ রোধে ‘ব্যর্থ’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন অবিলম্বে পদত্যাগ না করলে আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি৷

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন৷ সারা দেশে ডেঙ্গুর প্রকোপের বিষয়ে সংগঠনের বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়৷

লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, ‘সরকারি হাসপাতালের বাইরে ঢাকা শহরের শুধু ৩৫টি বেসরকারি হাসপাতালের তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর৷ এর মধ্যে ১৭টির তথ্য যুক্তই করা হয়নি৷ ঢাকায় বেসরকারি হাসপাতালের সংখ্যা ৩৫০টির কাছাকাছি৷ তাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি বলে আমরা আশঙ্কা করছি৷ কিন্তু আক্রান্তের পরিসংখ্যান নিয়ে এর মধ্যেই সরকার গোঁজামিল শুরু করে দিয়েছে৷’

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আরও বলা হয়, ‘এবার প্রথমবারের মতো মশা নিধনের ওষুধ ক্রয়ে দুর্নীতির ঘটনা দেখা গেল৷ এই অবস্থায় নিজেদের ব্যর্থতার দায় স্বীকার না করে সিটি করপোরেশনের দুই মেয়র ও মন্ত্রীরা অশিক্ষিতের মতো কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন৷ এতে সমস্যা আরও জটিল হয়ে দাঁড়াচ্ছে৷ দুই মেয়র অতিসত্বর পদত্যাগ না করলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে৷’

সংবাদ সম্মেলন থেকে ঢাকা সিটির দুই মেয়রের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন৷ দাবিগুলো হলো—অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, প্রত্যেক এলাকায় বিনা মূল্যে রক্ত পরীক্ষা ও আক্রান্তদের করণীয় জানাতে বিশেষজ্ঞ ডাক্তারসহ মেডিকেল ক্যাম্প চালু, স্বাস্থ্য অধিদপ্তরসহ ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তর ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার-নার্সদের ঈদুল আজহার ছুটি বাতিল এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ঠিক করতে বিশেষজ্ঞ ডাক্তার ও গবেষকদের নিয়ে টাস্কফোর্স গঠন৷

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষী রায় প্রমুখ উপস্থিত ছিলেন৷