কাঠগড়া থেকে হাতকড়াসহ আসামির দৌড়

রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতের কাঠগড়া থেকে রায় ঘোষণার আগে এক আসামি হাতকড়া ও দড়ি নিয়ে দৌড় দিয়েছিলেন। কিন্তু আখেরে তাঁর লাভ হয়নি। তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় নামতেই পুলিশ ধরে ফেলে। পরে আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন।

আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম আলতাফ হোসেন (৪৮)। জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামে তাঁর বাড়ি। এক বছর আগে ২১ টি ইয়াবা বড়িসহ আলতাফকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলার রায় ঘোষণার তারিখ ছিল আজ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসান হাবিব বলেন, রায় ঘোষণার আগে জামিনে ছিলেন আলতাফ হোসেন। আজ তিনি আদালতে হাজির হন। এরপর শুনানি চলাকালে কাঠগড়ার পাশে দায়িত্বরত একজন পুলিশ সদস্যকে ধাক্কা মেরে হাতকড়া ও দড়িসহ আলতাফ দৌড় দেন। তবে তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় পৌঁছার পর পুলিশ তাঁকে ধরে ফেলে। পরে তাঁকে আবার কাঠগড়ায় তোলা হয়।

আহসান হাবিব বলেন, রায় ঘোষণার পর আলতাফকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।