ভারতে গিয়ে আটক দুই কিশোর দেশে ফিরল

অবৈধপথে ভারতে গিয়ে শিশু সংশোধনাগারে আটক থাকার পর বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ওই দুই কিশোরের মধ্যে একজনের বাড়ি দিনাজপুরে অন্যজনের বাড়ি গাজীপুরে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে আজ বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে দুই কিশোরকে হস্তান্তর করা হয়। ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপ্রা রায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোত্তালেব হোসাইনের কাছে তাদের হস্তান্তর করেন।

এএসআই মোত্তালেব হোসাইন বলেন, দুই কিশোর দেশের দুই সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে। বয়স কম হওয়ার কারণে ভারতের আদালত তাদের শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এরপর দুই কিশোর ভারতের বালুরঘাট শিশু সংশোধনাগারে ছিল। পরে দুই দেশের মাঝে কাগজপত্র আদান-প্রদানের মাধ্যমে আজ তারা মুক্ত হয়। ওই দুই কিশোরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।