চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার আহ্বান

চট্টগ্রামের স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী সুহৃদদের নিয়ে ঘরোয়া বৈঠকের আয়োজন করে ‘প্রথম আলো’। চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ‘প্রথম আলো’ সম্পাদক মতিউর রহমান। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রামের স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী সুহৃদদের নিয়ে ঘরোয়া বৈঠকের আয়োজন করে ‘প্রথম আলো’। চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ‘প্রথম আলো’ সম্পাদক মতিউর রহমান। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে রিপোর্ট ও লেখালেখি ‘প্রথম আলো’তে পড়তে চান শিল্পপতি ও ব্যবসায়ীরা। তাঁদের সমস্যা সমাধানের জন্য সংবাদ প্রকাশের মাধ্যমে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে ‘প্রথম আলো’র প্রতি আহ্বান জানান তাঁরা।

‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক ঘরোয়া অনুষ্ঠানে এমন মতামত তুলে ধরেন স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা। ‘প্রথম আলো’র ব্যবসায়ী সুহৃদদের নিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতিউর রহমান তাঁর স্বাগত বক্তব্যে প্রথম আলোকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘প্রথম আলো শুরু থেকে চট্টগ্রামকে গুরুত্ব দিচ্ছে। চট্টগ্রামের আরও উন্নতি ও অগ্রগতি চাই আমরা। সত্যিকার অর্থে চট্টগ্রাম যাতে বাণিজ্যিক রাজধানীর মর্যাদা পায়, প্রথম আলো সেটি তুলে ধরছে।’

অনুষ্ঠানে ইস্পাত খাতের প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসেইন বলেন, প্রথম আলো একটি বেঞ্চমার্ক, যা অন্যরা অনুসরণ করে। খাদ্যে ভেজালের বিরুদ্ধে প্রথম আলো ভালো ভূমিকা রেখেছে। এখন নির্মাণকাজে ভেজালের কারণে যে নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে, সেখানে প্রথম আলোর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, চট্টগ্রামের ইস্যুগুলো নিয়ে জাতীয় পাতায় লেখা চাই। সীতাকুণ্ডের মতো সারা দেশে ভ্যাট তল্লাশি চৌকি স্থাপনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরা উচিত, যাতে ব্যবসা-বাণিজ্যে বৈষম্য না হয়।

কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বলেন, অনেক নেতিবাচক কিছুর মধ্যে ইতিবাচক বিষয়ও রয়েছে। প্রথম আলো ইতিবাচক বিষয়গুলো আরও বেশি করে তুলে ধরতে পারে, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়।

‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে চট্টগ্রামের স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা। ব্যবসায়ী সুহৃদদের নিয়ে ‘প্রথম আলো’র এ আয়োজন হয় চট্টগ্রাম ক্লাবে। ছবি: সৌরভ দাশ
‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে চট্টগ্রামের স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা। ব্যবসায়ী সুহৃদদের নিয়ে ‘প্রথম আলো’র এ আয়োজন হয় চট্টগ্রাম ক্লাবে। ছবি: সৌরভ দাশ

পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘ইতিবাচক বিষয়গুলো তুলে না আনলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দেশে রাখতে পারব না।’

বায়েজিদ গ্রুপের পরিচালক আবু সাঈদ চৌধুরী ব্যবসায়ী ও শিল্পপতিদের নিয়ে ঘরোয়া বৈঠকের আয়োজন করায় প্রথম আলোকে ধন্যবাদ জানান। এ ধরনের আয়োজন বারবার হলে নতুন নতুন সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসবে বলে তিনি মত প্রকাশ করেন।

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথম আলোতে বেশি করে লেখা চাই। নৈতিক নেতৃত্ব ও টেকসই উন্নয়ন নিয়েও প্রথম আলোকে ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসেইন, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনজুমান লিমা ও কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান। ছবি: সৌরভ দাশ
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসেইন, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনজুমান লিমা ও কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান। ছবি: সৌরভ দাশ

সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সারোয়ার জাহান ঢাকার মতো চট্টগ্রামের বিষয়গুলো নিয়ে প্রথম আলোতে নিয়মিত গোলটেবিল বৈঠকের আয়োজন দেখতে চান।

চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনজুমান লিমা চান করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মকাণ্ড-সম্পর্কিত আরও লেখা, যাতে এ ব্যাপারে সবাই উদ্বুদ্ধ হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সারোয়ার জাহান, পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হোসেন, চট্টগ্রামের মেন্টরস অফিসের প্রধান মানজুমা মোর্শেদ ও সানসাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজি রহমান। ছবি: সৌরভ দাশ
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সারোয়ার জাহান, পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হোসেন, চট্টগ্রামের মেন্টরস অফিসের প্রধান মানজুমা মোর্শেদ ও সানসাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজি রহমান। ছবি: সৌরভ দাশ

অনুষ্ঠানে সানশাইন গ্রামার স্কুল ও কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, শৈল্পিকের কর্ণধার এইচ এম ইলিয়াছ, এয়ারবেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কৈয়ূম চৌধুরী, টিকে গ্রুপের মহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম চৌধুরী, রয়েল সিমেন্টের মহাব্যবস্থাপক আবুল মনসুর, সীমা স্টিলের ব্র্যান্ড কো-অর্ডিনেটর ইফতেখার উদ্দিন, জুমাইরা হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার কামাল, পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক রেজাউল করিম, নারী উদ্যোক্তা রওশন আরা চৌধুরী, সুলতানা নুরজাহান, লুৎফা সানজিদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোশতাক খন্দকার, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির মহাব্যবস্থাপক পুলক পারিয়াল, ফ্রেন্ডস ফুডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, শিউরসেল মেডিকেলের নির্বাহী পরিচালক বিবি জয়নাব রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।