ফলাফলের দাবিতে আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার ঘোষণা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ফলাফলের দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১ আগস্ট। ছবি: তাপস কুমার সরকার
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ফলাফলের দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১ আগস্ট। ছবি: তাপস কুমার সরকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন বর্ষের চূড়ান্ত পর্বের ফল প্রকাশের দাবিতে ফের বিভাগের সামনে অবস্থান নিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাঁরা বিভাগ থেকে আশানুরূপ উত্তর না পেয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে রাত ১০টার দিকে বিভাগের সভাপতির আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের আশ্বাসে তাঁরা আন্দোলন স্থগিত করেছেন। তাঁরা আপাতত ক্লাসে ফিরছেন।

বিভাগের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা দু-একটা কোর্সে নম্বরপত্র পাইনি। তাই ফল প্রকাশে দেরি হচ্ছে। আগামী রোববার পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরকে ওই শিক্ষকের ব্যাপারে অবহিত করব। যেন তারা দ্রুত ফল প্রকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।’

এর আগে বিকেলে আন্দোলনকারীরা বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকেল পাঁচটার মধ্যে বিভাগের পক্ষ থেকে পরীক্ষা ফল প্রকাশের ব্যাপারে জানানোর কথা ছিল। তবে বিভাগের সভাপতি আমাদের জানান, বিভাগে এখন পর্যন্ত সব শিক্ষক পরীক্ষার খাতা মূল্যায়ন করে নম্বর জমা দেননি। তাই আমরা আবার অবস্থান নিয়েছি। ফলাফল না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

সন্ধ্যা ছয়টার দিকে প্রক্টর মো. লুৎফর রহমান এবং সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দার বিভাগে এসে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। কথা বলা শেষে তিনি শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়ে চলে যান। পরে সন্ধ্যার পর বিভাগে আবার জরুরি বৈঠক ডাকা হয়।

এর আগে বুধবার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে তাঁরা এই অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালের ১০ ডিসেম্বর প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের ৯ ডিসেম্বর, তৃতীয় বর্ষের ১৭ ডিসেম্বর এবং চতুর্থ বর্ষের চূড়ান্ত লিখিত পরীক্ষা এই বছরের ২৪ জানুয়ারি শেষ হয়েছে। এর মধ্যে গত ১৭ জুলাই প্রথম বর্ষের ফল প্রকাশ হয়েছে। অন্য কোনো বর্ষের ফল প্রকাশ করা হয়নি। ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।