লরির ধাক্কায় খুঁটি ভেঙে বিদ্যুৎহীন দুই উপজেলা

কনটেইনারবাহী লরির ধাক্কায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে পড়ে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়। ছবিটি আজ শুক্রবার দুপুর ১২টায় মিরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন
কনটেইনারবাহী লরির ধাক্কায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে পড়ে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়। ছবিটি আজ শুক্রবার দুপুর ১২টায় মিরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন

কনটেইনারবাহী একটি লরির ধাক্কায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় মিরসরাইয়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভোর ছয়টা থেকে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামতের কাজ শুরু করেন। নতুন খুঁটি লাগিয়ে বিদ্যুৎ সঞ্চালন চালু করতে বিকেল চারটা বেজে যাবে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর মিরসরাই কার্যালয়ের কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মিরসরাই আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, লরির ধাক্কায় ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের একটি খুঁটি ভেঙে যায়। এতে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে নতুন খুঁটি বসিয়ে লাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, ‘বিকেল চারটার মধ্যে বিদ্যুৎ সরবরাহ সচল হবে বলে আশা করছি। বিষয়টি গ্রাহকদের উদ্দেশে মাইকে প্রচার করা হয়েছে।’

মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, বড় মালবাহী লরি হওয়ায় থানার ক্রেন দিয়ে সরানো যায়নি। শহর থেকে বড় ক্রেন এনে সেটি সরানো হবে।