'ধমক দিয়ে সাংবিধানিক অঙ্গীকার ভঙ্গ করেছেন স্বাস্থ্যমন্ত্রী'

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন পঙ্কজ ভট্টাচার্য। ছবি: প্রথম আলো
রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন পঙ্কজ ভট্টাচার্য। ছবি: প্রথম আলো

বিদেশ সফরের কারণ জানতে চাওয়ায় সাংবাদিককে ধমক দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবিধানিক অঙ্গীকার ভঙ্গ করেছেন। এ মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য৷ এর জন্য মন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে পঙ্কজ ভট্টাচার্য এসব কথা বলেন৷ ডেঙ্গু আতঙ্ক ও গুজব ছড়িয়ে মানুষ হত্যার বিরুদ্ধে জাগরণ সৃষ্টির আহ্বান জানাতে এই মানববন্ধনের আয়োজন করা হয়৷

দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু আতঙ্কের মধ্যে গত ২৮ জুলাই সপরিবারে মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷ বিমানের টিকিট অনুযায়ী ৪ আগস্ট তাঁর ফেরার কথা ছিল৷ কিন্তু সমালোচনার মুখে সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে তিনি দেশে ফেরেন৷ গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে 'ডেঙ্গু কর্নার' উদ্বোধন করতে গেলে এক সাংবাদিক তাঁর বিদেশ সফরের কারণ জানতে চান৷ উত্তর না দিয়ে অনেকটা ধমকের সুরে মন্ত্রী ওই সাংবাদিককে থামিয়ে দেন৷

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপের পরিস্থিতিকে জাতীয় মহাদুর্যোগ ঘোষণার দাবি জানিয়ে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, 'গোটা বাংলাদেশ বন্যার পানিতে ভাসছে৷ সেই সঙ্গে কাঁপছে ডেঙ্গু আতঙ্কে৷ মানুষের দুর্ভোগকে সামান্যতম পাত্তা না দিয়ে, তাঁদের পথে বসিয়ে স্বাস্থ্যমন্ত্রী সপরিবারে বিদেশ সফরে গেলেন৷ এর কারণ জানতে চাইলে সাংবাদিককে ধমক দিলেন৷ এর মাধ্যমে তিনি সাংবিধানিক অঙ্গীকার ভঙ্গ করেছেন৷ এর জন্য তাঁর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত৷ আওয়ামী লীগের নেতারা মশা নিয়ে এমনভাবে মশকরা করছেন যে এসব শুনে ডেঙ্গুতে আক্রান্তরাও হাসিতে ফেটে পড়ার অবস্থায় পৌঁছেছেন৷'

পঙ্কজ ভট্টাচার্য আরও বলেন, সারা দেশে ডেঙ্গুতে ৬৯ জনের মৃত্যু হয়েছে৷ সরকারি হিসেবে এই সংখ্যা ১৭-১৮'র ওপরে উঠছেই না৷ এভাবে তথ্য ধামাচাপা দিয়ে লাভ নেই৷ আসল ওষুধ না আনলে ডেঙ্গু কমবে না৷ যাঁরা আসল ওষুধ আনতে বাধা দিচ্ছেন, তাঁরা এডিস মশার ভাই৷ সরকারিভাবে এক সপ্তাহের মধ্যে আসল ওষুধ আনতে হবে৷ সরকার ও সংশ্লিষ্টদের বলছি, মশা নিয়ে মশকরা, এডিসের মাসতুতো ভাইয়ের মতো আচরণ বন্ধু করুন, নইলে দেশ গণঅভ্যুত্থানের দিকে যাবে, রাষ্ট্র নিরর্থক হয়ে যাবে৷ গুজব ছড়িয়ে গণপিটুনিতে মানুষ হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন দরকার বলে মন্তব্য করেন পঙ্কজ ভট্টাচার্য৷

সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আজিজুর রহমান বলেন, এডিস মশা নিধনের ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ জনগণের দুঃখ-কষ্ট নিয়ে কোনো চিন্তা থাকলে স্বাস্থ্যমন্ত্রী পরিবার নিয়ে বিদেশে ঘুরতে যেতে পারতেন না৷ জনগণের দুঃখ লাঘবে তাঁদের কোনো চিন্তাই নেই৷ তাঁরা আছেন লুটপাটের তালে৷ ডেঙ্গুর প্রকোপের পরিস্থিতিকে জাতীয় মহাদুর্যোগ ঘোষণা করার দাবি জানান তিনি৷

সম্মিলিত সামাজিক আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে সংস্কৃতি মঞ্চের উপদেষ্টা সেলু বাসিত, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, নেতা জোবায়ের আলম, জাতীয় শ্রমিকজোটের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ বক্তব্য দেন৷ মানবাধিকারকর্মী জহিরুল ইসলাম মানববন্ধনের ঘোষণাপত্র পড়ে শোনান৷