বানরের আপন ভুবন

বানর দেখলে চপলতা জাগে না—এমন মানুষ কমই আছে। বানরের নানা কর্মকাণ্ড আর আচরণ মানুষকে বরাবরই কৌতূহলী করে তোলে। এখানে তেমন কিছু মজার ছবি। রাঙামাটির রাজবন বিহার থেকে ছবিগুলো তোলা।
শিশুকে বুকে আগলে রাখছে মা
শিশুকে বুকে আগলে রাখছে মা
কী আনন্দে নাচছে বানরশিশু
কী আনন্দে নাচছে বানরশিশু
মা উকুন বেছে দিচ্ছে বাচ্চাটির। আরামে চোখ বুজেছে সে। পাশে বস আরেকটি দুষ্টুমিতে মগ্ন
মা উকুন বেছে দিচ্ছে বাচ্চাটির। আরামে চোখ বুজেছে সে। পাশে বস আরেকটি দুষ্টুমিতে মগ্ন
বাঁদরামো আর কাকে বলে
বাঁদরামো আর কাকে বলে
মায়ের আদর—এই যে আমার সোনার পুতলা
মায়ের আদর—এই যে আমার সোনার পুতলা
মাতৃবুকে থেকে অবাক চোখে কী যেন দেখছে শিশুটি
মাতৃবুকে থেকে অবাক চোখে কী যেন দেখছে শিশুটি
যে যার মতো ব্যস্ত
যে যার মতো ব্যস্ত
রাঙামাটি রাজবন বিহারের উত্তর–পশ্চিম এলাকায় বৌদ্ধভিক্ষুদের ধ্যানশালায় টাঙানো রশিতে দোল খাচ্ছে বানরটি
রাঙামাটি রাজবন বিহারের উত্তর–পশ্চিম এলাকায় বৌদ্ধভিক্ষুদের ধ্যানশালায় টাঙানো রশিতে দোল খাচ্ছে বানরটি