ছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবককে কারাদণ্ড

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন এ দণ্ড দেন।

সাজা পাওয়া যুবকের নাম মাহবুব হোসেন (২৮)। তিনি উপজেলার চৈতনকান্দা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব হোসেন দীর্ঘদিন ধরে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। তিনি ছাত্রীদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। শনিবার উত্ত্যক্ত করার সময় ছাত্রছাত্রীরা তাঁকে ধাওয়া করে। এরপর তাঁকে আটক করে পিটুনি দেওয়া হয়। পরে পুলিশ এসে মাহবুবকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে মাহবুব নামের এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।