পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড় কাটার দায়ে সেলিম অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে এই দণ্ড দেওয়া হয়েছে।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন মো. ইসমাইল (২৭) ও চাইথোয়াই মারমা (৪০)। ইসমাইল ওই প্রতিষ্ঠানের বুলডোজারচালক। চাইথোয়াই ট্রাকচালক।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের সুপারিবাগান এলাকায় পাহাড় কেটে মাটি পরিবহন করছিল সেলিম অ্যান্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন যানবাহন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ উল্লাহ সেখানে অভিযান চালান। এ সময় বুলডোজারচালক ইসমাইল ও ট্রাকচালক চাইথোয়াই মারমাকে আটক করা হয়। তাঁদের সঙ্গে বুলডোজার ও ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এক লাখ টাকা জরিমানা দিতে অস্বীকৃতি জানালে তিন মাসের কারাদণ্ড বহাল রাখা হয়। কারাদণ্ড বহাল থাকায় বুলডোজার ও ট্রাক ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।