এবার খুলনায় ডেঙ্গুতে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু

এবার খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ রোববার সকালে এক স্কুলছাত্র ও গতকাল শনিবার মধ্যরাতে এক বৃদ্ধা মারা গেছেন। এ ঘটনায় খুলনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 


সরকারি-বেসরকারি হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী এবং প্রথম আলোর হিসাবে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছে ৭৬ জন।

গতকাল মধ্যরাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা বেগম (৬৫)। তাঁর বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রামে।

এ ছাড়া আজ সকালে মঞ্জুর শেখ (১৬) নামের দশম শ্রেণির এক ছাত্র নগরের বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঞ্জুর রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাবুল শেখের ছেলে। কাজদিয়া সরকারি মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল মঞ্জুর।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, দুদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মর্জিনা বেগম। ডেঙ্গুর সঙ্গে তাঁর অন্য জটিল রোগও ছিল। এ কারণেই তিনি মারা গেছেন।

স্বজনেরা জানান, মর্জিনা লিভারের রোগে আক্রান্ত ছিলেন। লিভারের চিকিৎসা নিতে ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। পরে খুলনায় এসে হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে মারা যান তিনি।

অন্যদিকে, মঞ্জুর শেখের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ডেঙ্গু নিয়ে মঞ্জুর শেখ গতকাল রাত ১১টার দিকে ওই হাসপাতালে ভর্তি হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।