চট্টগ্রামে জরিমানার প্রতিবাদে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার

ফাইল ছবি
ফাইল ছবি

জরিমানার প্রতিবাদে চট্টগ্রাম থেকে ঢাকা-বেনাপোলসহ ৬৮টি রুটে আকস্মিক ডাকা ধর্মঘট পাঁচ ঘণ্টার মাথায় প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সঙ্গে বাসমালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর রোববার রাতে ১১টার দিকে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে রাতে পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, সমস্যা সমাধানে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যা ছয়টা থেকে আন্তজেলা বাস মালিক সমিতি ও পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যৌথভাবে ধর্মঘট শুরু করেছিল। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বিভিন্ন বাসকে জরিমানা করার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছিল।

ধর্মঘট ডাকার সময় মৃণাল চৌধুরী অভিযোগ করেছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট গণহারে জরিমানা করা শুরু করে দিয়েছেন। গত দুই দিনে চারটি গাড়িকে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের দাবি, বেশি ভাড়া নিচ্ছে। কিন্তু এটি সঠিক নয়। এতে সাধারণ পরিবহন মালিক-শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।