গুজব ছড়ানোর অভিযোগে ঢাকায় এক আসামি রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় মাসুদ মুন্সী (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত সোমবার তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেপ্তার মাসুদের বাড়ি ভোলার চরফ্যাশনে। তাঁকে রোববার গ্রেপ্তার করা হয়। তিনি রাজধানীর সায়েদাবাদে থাকতেন। র‍্যাব-১০ এর কর্মকর্তা মোজাম্মেল হক ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন।

যাত্রাবাড়ী থানা-পুলিশ আদালতকে সোমবার প্রতিবেদন দিয়ে বলেছে, আসামি মাসুদ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছিলেন। পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে, তিন দিন বিদ্যুৎ থাকবে নাসহ নানা প্রকার বিভ্রান্তিকর পোস্ট দিয়ে আসছিলেন। বিচার বিভাগসহ জাতীয় সকল প্রতিষ্ঠানকে নিয়ে উসকানিমূলক তথ্য ফেসবুকে দিয়ে আসছেন।

মাসুদ মুন্সীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক বিলাল আল আজাদ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।