সোহরাওয়ার্দী হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতি

>স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে, হাসপাতালগুলোতে গেলে বোঝা যায়, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী এবং তাদের স্বজনেরা মানবেতর জীবন যাপন করছেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতিও একই। গত চার দিনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন ৩ হাজার ১০৩ জন। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৭ জনের। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছবিগুলো মঙ্গলবারের।
ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করতে লাইন ধরেছেন রোগী ও রোগীর স্বজনেরা।
ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করতে লাইন ধরেছেন রোগী ও রোগীর স্বজনেরা।

২.

ডেঙ্গু আক্রান্ত অনেক শিশুর জায়গা হয়েছে মেঝেতে।
ডেঙ্গু আক্রান্ত অনেক শিশুর জায়গা হয়েছে মেঝেতে।
ডেঙ্গু রিপোর্ট সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়েছেন কয়েকজন।
ডেঙ্গু রিপোর্ট সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়েছেন কয়েকজন।
ডেঙ্গু আক্রান্ত ২০ মাসের শিশু আবদুল্লাহকে নিয়ে হাসপাতালে বাবা তরিকুল ইসলাম।
ডেঙ্গু আক্রান্ত ২০ মাসের শিশু আবদুল্লাহকে নিয়ে হাসপাতালে বাবা তরিকুল ইসলাম।
ডেঙ্গু আক্রান্ত হোসনে আরা। তাঁর সন্তান জোবায়েরও ডেঙ্গু আক্রান্ত।
ডেঙ্গু আক্রান্ত হোসনে আরা। তাঁর সন্তান জোবায়েরও ডেঙ্গু আক্রান্ত।
ডেঙ্গু আক্রান্ত শিশু ফাহিমকে বাতাস করছেন তার মা কোহিনূর বেগম।
ডেঙ্গু আক্রান্ত শিশু ফাহিমকে বাতাস করছেন তার মা কোহিনূর বেগম।